পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছা পৌরসভার সরল শীলপাড়াস্থ নবনির্মিত সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দিরের উদ্বোধন, ১৮তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালি পূজা শুক্রবার রাতে ধর্মীয় অুনষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় পূজা কমিটির সভাপতি দিপংকর শীলের সভাপতিত্বে সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দিরটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক তাপস শীল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, সাবেক সেক্রেটারি সুবাস চন্দ্র মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, দিপক মন্ডল, পূজা উদযাপন পরিষদের মৃত্যুঞ্জয় সরদার, কোষাধ্যক্ষ শুভংকর শীল, উপদেষ্টা নিরাপদ শীল, স্বপন শীল, জয়দেব শীল, অমিত শীল, উজ্জ্বল শীল, অমিও শীল, সুফল শীল, গুরুদাস শীল, বিকাশ শীল, সাগর শীল, অরণ্য শীল, গৌরাঙ্গ ব্যানার্জী, নিত্য মুখার্জী, পূণ্য শীল, হৃদয় শীল, উত্তম শীল, দিবাকর শীল, অশোক শীল, পূজা শীল, প্রবীর শীল, দিপংকর শীল, বিশ্ব শীল, সমারেশ শীল, সাধক শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পৌরসভার সরল শীলপাডা সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির কমিটির উদ্যোগে ১৮তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালি পূজা উদযাপিত হচ্ছে।