পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ে পরিবার পরিকল্পনা কর্মচারিরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার সকালে অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শকা (এফডব্লুভি) পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যান সহকারী (এফডব্লুএ)রা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার ৫ ডিসেম্বরের মধ্যে আমাদের ন্যায্য দাবি-দাওয়া মেনে না নিলে ৬ হতে ১১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ বর্জন করা হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এফপিআই মোহাম্মদ জাহিদুর রহমান, এমএম আরিফুজ্জামান, রাজিব কুমার গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, আরপিআই ওবায়দুল্লাহ সরদার, আরডাব্লিউএ জয়া, ফিরোজা খাতুন, নাজমা, এফডাব্লিউভি সিলভী আক্তার, রোজিনা, মিতা, অনামিকা, শিরিনা, রমানাথসহ অনেকে।
