পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে রিয়াজ (৭) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের ইলিয়াসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পিতার সাথে পাশের দোকানের দিকে যাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মা ছেলেকে খুঁজে কোথাও না পাওয়ার পর পাশে মিস্ত্রীদের ঘাট বাঁধানো পুকুরের সিড়ির নিচ থেকে রাত সাড়ে ৮ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু জনিত কারণে মামলা হয়েছে।

Share.
Exit mobile version