পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছার বিভিন্ন আবাসনের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার বাইসারাবাদ, বিল পরানমালী ও বোয়ালিয়া আবাসনে বসবাসরত দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন, চিনি, লবণ, আটা, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রি।
শুক্রবার সকালে আবাসনে গিয়ে দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
খাদ্য সামগ্রি বিতরণ ছাড়াও ইউএনও মাহেরা নাজনীন ঘূর্ণিঝড় রেমাল’র আঘাতে বাইসারাবাদ আবাসনের ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা বেড়িবাঁধ এবং হাঁস মুরগির খামার ও সবজি বাগান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মাহতিম জাকির, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন অফিসের আজিজুর রহমান, সুমন আল মামুন ও হিরন্ময় মন্ডল।