পাইকগাছা সংবাদদাতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শনিবার বেলা ১১ টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজারের ত্রি-মোহনা মোড়ে প্রতিবাদ সভা করেন।

আরও পড়ুন .. ..

চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ, সার ও চারা বিতরণ

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম।

বক্তব্য দেন উপজেলা ও পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তোহিদুজ্জামান মুকুল, শেখ বেনজীর আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক, শেখ আবু তালেব, সেলিম রেজা লাকি, অ্যাড. সাইফুল ইসলাম সুমন, প্রভাষক সুজিত মন্ডল, আমিনুর সরদার, সাত্তার মোড়ল, যজ্ঞেশ্বর কার্তিক, আরিফুল ইসলাম, হাকিম সানা, আনারুল কাদির, মাওলানা দিদারুল, শফিকুল ইসলাম, নাজির আহম্মেদ, শহিদুল ইসলাম, আবুল বাসার বাচ্চু, ওবায়দুল্লাহ, সন্তোষ গাইন, মোল্লা ইউনুস আলী প্রমুখ।

Share.
Exit mobile version