পাইকগাছা সংবাদদাতা
ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে ছওয়াব বাংলাদেশের পক্ষ থেকে পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রি হিসেবে চাল ১০ কেজি, আটা ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ৪ কেজি, সাবান ১টি , বিস্কুট ১ প্যাকেট, মুড়ি ১ কেজি, খাবার স্যালাইন ৮ পিস দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্ল্যা, আলতাফ হোসেন, ৫ নং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুস কান্তি মন্ডল, সাংবাদিক ইমদাদুল হক, ফিরোজ আহমেদ, সোহেল আহমেদ, সোলাদানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য প্রবীর কুমার গোলদার, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা সদস্য সোহাগ মোড়ল, আজিবর রহমান, জাহিদুল ইসলাম, আলামিন মোল্ল্যা, মো. হাসান, মো. আরাফাত, মো. হৃদয়, মো. ফাহিম, মো. ইয়াছিন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ