পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ৮ দলীয় হু-ডু-ডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে লস্কর একাদশ। শুক্রবার বিকেলে উপজেলার মধ্যপাড়া মনছুর আলী গাজীর মাঠে ১৫ পয়েন্টের ব্যবধানে পাইকগাছা একাদশ পরাজিত হয়। ম্যাচে লস্কর একাদশ ৮০ ট ও পাইকগাছা দক্ষিণপাড়া একাদশ ৬৫ পয়েন্ট পায়।
খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি এসএম সাঈদুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি রফিকুল ইসলামসহ বিশেষ অতিথিবৃন্দ রানার্সআপ দলকে ১টি এলইডি মনিটর ও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লস্করের অব. পেস্ট মাস্টার আলতাফ গোলদারের হাতে ১ টি ফ্রিজ তুলে দেন।
এ ম্যাচে জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি গাজী, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, লস্কর ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, মনছুর আলী গাজী, রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য নাছিমা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন, সমাজ সেবক সুভাষ চন্দ্র রায়, আযোজক কমিটির সম্পাদক মোজাম আলী সানা উপস্থিত ছিলেন।
খেলায় অংশ নেন জাতীয় হাডুডু দলের খেলোয়ার টাইগার কবিরসহ আলোচিত খেলোয়াড়গণ। খেলা পরিচালনা করেন সাতক্ষীরা হাডুডু এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন। ধারাভাষ্যে ছিলেন আশরাফুল ইসলাম।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version