পাইকগাছা প্রতিনিধি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা আর অবহেলিত থাকবে না। উপকূলীয় এ জনপদের উন্নয়নে কৃষি ও পরিবেশ ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সব পরিকল্পনা বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটবে। পর্যায়ক্রমে এখানকার সকল নদ-নদী ও সরকারি খাল খনন করে কৃষি ফসল উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি করা হবে। সবুজ ফসলে ভরে যাবে এখানকার কৃষি জমি। প্রাণ ফিরে পাবে পরিবেশ ও প্রকৃতি। কৃষি ভিত্তিক কর্মসংস্থান তৈরি হবে।
তিনি সোমবার সকালে পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার।