ইব্রাহিম সানা, পাইকগাছা
পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। স্বাগত বক্তৃতা করেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ।
প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামী লীগের খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, ডিজিএম ছিদ্দিকুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, ময়না বেগম , সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম প্রমুখ। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর।