পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার ওসি রিয়াদ মাহমুদ মতবিনিময় সভা করেছেন।
শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাদক-জুয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ যে কোন অপরাধ দমনে ওসি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিক ও পুলিশ চেইনঅব কমান্ড মেনে এক সাথে কাজ করলে সমাজের মানুষ উপকৃত হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদের সঞ্চালনয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি আ. আজিজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সাগর, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, নির্বাহী সদস্য এম আর মন্টু, আলাউদ্দীন রাজা, আ. রাজ্জাক বুলি, আবুল হাসেম, এফএম বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহারিয়ার কবীর, খোরশেদ আলম, শাহজামান বাদসা, দীনেশ চন্দ্র রায় প্রমুখ।
