শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০)নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন এই গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন।
স্থানীয়রা জানান, নিতহ রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবেন। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দু পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। মঙ্গলবার দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধর করতে করতে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, গণ্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধর করছ। এ সময় রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, তিনি হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা