প্রতিবেদক
যশোরের উপশহরে পারিবারিক কলহে গৃহবধূ মায়া রানী মন্ডলকে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন স্বামী পরিতোষ কুমার সানা। গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে মারপিটের একপর্যায়ে বাথরুমে ফেলে দিলে পানির কলে আঘাত লেগে মৃত্যু হয় মায়ার। এ সময় মায়ার পরনের শাড়ি গলায় পেচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এবং হত্যার ঘটনা ভিন্নখাতে নিতে বাথরুমের দরজা ভাঙার ভিডিও ধারণ করে পরিতোষ।
গতকাল জবানবন্দি গ্রহণ শেষে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ ঘাতক পরিতোষ সানাকে জেলহাজতে পাঠানো আদেশ দেন।
এই ঘটনায় মায়া রানীর ভাই সুশান্ত কুমার মন্ডল গতকাল (সোমবার) কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
যশোর কোতোয়ালি থার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মায়ারাণী হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ মায়ারাণীর স্বামী পরিতোষকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহে এ হত্যা হয়েছে বলে জানা গেছে। তবে হত্যার নেপথ্যে অন্যকোনো কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলাল সরদার জানিয়েছেন, পরিতোষ কুমার সানা টিএমএসএস যশোর উপশহর শাখায় হিসাব রক্ষক পদে চাকরি করেন। ৯ বছরের পারিবারিক জীবনে তাদের সাত বছর বয়সের মেয়ে সুরভী রানীকে নিয়ে উপশহরের নওশের আলীর ভাড়াবাড়িতে বাস করেন। পারিবারিক কলহের কারণে স্ত্রী মায়ার সাথে তার প্রায়ই ঝগড়াঝাটি হতো। বিষয়টি মায়া রানী তার ভাই সুশান্তকে জানালে সুশান্ত বিষয়টি নিয়ে পরিতোষকে ভালোভাবে সংসার করার জন্য অনুরোধ করেন। এতে পরিতোষ আরো বেশি ক্ষিপ্ত হয়ে মায়ার উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। কয়েক মাস পূর্বে মায়াকে মারপিট করে পিতার বাড়িতে তাড়িয়ে দেন পরিতোষ। এই ঘটনায় পারিবারিক ভাবে মীমাংসা করে আবারও মায়াকে পরিতোষের সংসারে ফেরত পাঠান তার ভাই। কিন্তুতাদের মধ্যে অশান্তি লেগেই তাকে। ঘটনার দিন মায়ার বাপের বাড়িতে যাওয়া নিয়ে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। একপর্যায়ে মারপিট করতে করতে বাথরুমে নিয়ে ধাক্কা দিলে সেখানে পড়ে গিয়ে পানির ট্যাপে লেগে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে পরনের শাড়ি দিয়ে শ^াসরোধে হত্যা করা হয়। পরদিন বিভিন্ন লোকের চাপে মায়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক মায়াকে মৃত ঘোষণা করে। এ সময় হাসপাতালে লাশ রেখে পরিতোষ পালিয়ে যায়। পরে পুলিশ তাকে যশোর শহর থেকে আটক করে। গ্রেফতার স্বামী পরিতোষ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং নিহত স্ত্রী মায়ারাণীর (৩৫) একই উপজেলার বেহুলা গ্রামের তরুণ কুমার মন্ডলের মেয়ে।
শিরোনাম:
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে