বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকা বিষপান করার ঘটনায় সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার অজ্ঞাতনামা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান যশোরের বিনোদিয়া পার্কে। সেখানে কোনো একপর্যায়ে দু’জনই ঘাসপোড়া বিষ পান করেন।

বিষপানের পর তারা দু’জনই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কের দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং কর্তৃপক্ষকে জানান। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সাদিকুর রহমানকে দুপুর ১টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার প্রেমিকা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version