বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে চিকিৎসা শেষে ফেরার পথে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে হোসেন শেখ (৬৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সড়কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। নিহত হোসেন শেখ খুলনার দৌলতপুর থানার পারমাণিকপাড়া গ্রামের বাসিন্দা।
ইমিগ্রেশন সূত্র জানায়, কিছুদিন আগে হোসেন শেখ চিকিৎসার জন্য শ্যালিকাকে নিয়ে ভারতে যান। চিকিৎসা শেষে গতকাল সকালে দেশে ফেরার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের সিল মারার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ভারত ফেরত রহিমা বেগম নামের এক যাত্রী জানান, পেট্রাপোল ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে ছিলাম। ১৫-২০ জনের পেছনে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এক সময় মানুষের গাদাগাদির মধ্যে তিনি পড়ে যান। পরে শুনেছি তার মৃত্যু হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পেট্রাপোল ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠানা হয়েছে। ময়না তদন্ত শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আশ্বস্ত করেছেন।
শিরোনাম:
- বিএনপির চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভরা মৌসুমে চড়া সবজির বাজার
- যশোরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুরগাড়ি দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চায়ের দোকান পাওয়ার প্রতিশ্রুতিতে বিএনপি নেতা আলমগীরকে হত্যা করেন ‘ভাড়াটে শ্যুটার মিশুক’!
- যশোরে শৈত্যপ্রবাহ চলছে, বিভিন্ন রোগে হাসপাতালে দশজনের মৃত্যু
- আর কখনো ভাত খাবেন না নিজাম উদ্দিন..
- যশোরে নকল ও প্রক্সির অভিযোগে আটক ২
- স্ত্রীর বিরহে যশোরে যুবকের আত্মহত্যা

