বিবি প্রতিবেদক
প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিনা ছুটিতে বিদেশে যাওয়ায় যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাকে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
অভিযোগ উঠেছে, শিক্ষা অধিদপ্তর থেকে বিনা ছুটিতে বিদেশে গমন এবং কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব না দিয়ে প্রতিষ্ঠান ১৭ দিনের ছুটি ঘোষণা করেন অধ্যক্ষ। নিজের উচ্চতর ডিগ্রির জন্য তিনি এ কাণ্ড ঘটান। দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম শেষ হওয়া নিয়ে শঙ্কা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এক শিক্ষক বলেন, উচ্চতর ডিগ্রির জন্য অধ্যক্ষ বিদেশে যাবেন ভালো কথা, কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে যেতে পারতেন। সামনে পরীক্ষা ও নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। শিক্ষা কার্যক্রম শেষ করতে সমস্যা হবে।
জানা গেছে, ডা. হাফিজুর রহমান মালয়েশিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের এমএসসি ব্যাচের পরীক্ষার্থী। পরীক্ষা ও ক্লাসে যোগদানে জন্য তিনি গত ৫ জানুয়ারি মালয়েশিয়ায় যান। বিধি অনুযায়ী শিক্ষা অধিদপ্তর থেকে ছুটি নেওয়ার কথা থাকলেও তিনি তা নেননি। ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিধিবহির্ভূতভাবে নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানে শীতকালীন ছুটি ঘোষণা করেন।
শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান ছুটি ঘোষণার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা ছিল না। এমনকি কলেজের গভর্নিং বডিও বিষয়টি জানে না। অভিযুক্ত অধ্যক্ষের দাবি, ছুটির সময় পাঠদান বন্ধ থাকলেও কলেজের অন্যান্য কার্যক্রম চালু ছিল। ২৯ জানুয়ারি শোকজের জবাব দিয়েছেন তিনি।
শোকজের জবাব হাতে পাননি জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, জবাব সন্তোষজনক না হলে মন্ত্রণালয়ে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল