বাংলার ভোর প্রতিবেদক
অন্যতম সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন থিয়েটার যশোরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সময়ে ভূমিকা রাখা ৬ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এসব গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রাপ্ত ৬ গুণীজন হলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আব্দুর রহমান কিনা ও নড়াইলের চিত্রকর এসএম আলী আজগর রাজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। ব্যাঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘গুণীজনদের স্বীকৃতি প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।
সংস্কৃতিকর্মীরা কিছু পাওয়ার আশায় কাজ করে না। কিন্তু দেশ বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন স্বীকৃতি দেয়া হয়, সেটা আক্ষরিক অর্থেই আনন্দ দেয় কর্মীদের। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান। সংস্কৃতিচর্চা এবং গুণীজনদের সম্মানিত করার এই আয়োজন প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

