যশোরের বেশির ভাগ অঞ্চলে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ অথবা লোডসেডিং চলবে। শনিবারও একই অবস্থা থাকবে। ওজোপডিকো যশোর-১ অঞ্চল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক শুক্র ও শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থা চলমান থাকবে। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গ্রিডের উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন জানিয়েছেন, ৩০ মার্চ পর্যন্ত ৪টি শুক্রবার ও ৪টি শনিবার পাওয়া যাবে। প্রত্যেক শুক্র ও শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অঞ্চলভেদে বিদ্যুতের গ্রিডের কাজ চালানো হবে। এ সময় যে অঞ্চলে কাজ চলবে সেই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একটানা কোথাও বন্ধ রাখা হবে না। কিছু সময় পরপর দিনের বেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে রাতের বেলায় একটানা বিদ্যুৎ সরবরাহ থাকবে। এই সময় গ্রাহকের সাময়িক সমস্যা হতে পারে।- প্রেস বিজ্ঞপ্তি