বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রথিতযশা সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্’র স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, রুকুনউদ্দৌলাহ্ সমাজের অসংগতি, মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন। সত্য প্রকাশ করতে গিয়ে তিনি জীবনে বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তার কলম কখনো থেমে থাকেনি। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্। তিনি গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন।
শনিবার বিকেলে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। জনউদ্যোগ যশোর এ স্মরণ সভার আয়োজন করে। রুকুনউদ্দৌলাহ এ সংগঠনের সদস্য ছিলেন। ‘গ্রাম-গ্রামান্তরে’র লেখক রুকুনউদ্দৌলাহ পাঁচ দশকের বেশি সময় সাংবাদিকতার পাশাপাশি যশোরের ঐতিহ্য রক্ষাসহ সমাজের নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন অগ্রভাগে।
স্মরণসভা কমিটির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব।
সভায় বক্তব্য দেন, প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র অগ্রজ যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সিপিবি যশোরের সভাপতি মাহবুবুর রহমান মজনু, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নারী নেত্রী হাবিবা শেফা, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শ্রাবণী সুর, দলিত নেতা বিভূতোষ রায়, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম থিয়েটারের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান, নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন প্রমুখ।
সভামঞ্চে উপস্থিত ছিলেন প্রয়াত রুকুনউদ্দৌলাহর মেয়ে সুম্মিতা দৌলা মিষ্টি। রুকুনউদ্দৌলাহ’র জীবনী পাঠ করেন আইইডি যশোরের ব্যবস্থাপক বীথিকা সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন স্মরণসভা কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান মিলন।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট যশোরের প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মারা যান। তিনি হার্ট ও কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি চ্যানেল আই, রেডিও টুডেসহ যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ, দৈনিক ঠিকানা, দৈনিক রানার, দৈনিক কল্যাণে দীর্ঘদিন দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন। সর্বশেষ যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের উপদেষ্টা সম্পাদক ছিলেন। এ পেশায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অনেক পুরস্কার।