বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রাচ্য সাহিত্যসংঘের মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্য ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রাচ্য সাহিত্যসংঘের পরিচালক কবি সেলিম রেজা সেলিম।
কবি জাহিদ আককাজের সঞ্চালনায় গল্প ও কবিতা পাঠ করেন কবি, গবেষক ও আলোচক বেনজীন খান, এরশাদ হারুন, খবির উদ্দিন সুইট, কাসেদুজ্জামান সেলিম, বকুল হক, শান্তনু চক্রবর্তী, আকিব শাওন, তরিকুল ইসলাম তারেক, রাবেয়া খাতুন, সোহানুর রহমান, অনিক মাযহার, শাহরিয়ার সোহেল, কাজী নূর প্রমুখ।
সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালনে সিদ্ধান্ত গৃহীত হয়।