বাংলার ভোর প্রতিবেদক
রাজস্ব থেকে সম্মানি অথবা দৈনিক হাজিরাসহ অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে যশোরে কর্মবিরতি ও মানববন্ধন করেছে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা। বুধবার দুপুরে যশোর কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে বৃহত্তর যশোর, মাগুরা, নড়াইল ঝিনাইদহ কল্যাণ সমিতির শতাধিক টেকনিশিয়ানরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানরা দীর্ঘ ৯ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। যারা এ আই টেকনিশিয়ানরা মাঠ পর্যায়ে কাজ করছে, তারা ঠিকমত সিমেন সরবরাহ পাচ্ছে না। এতগুলো বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।
আমাদের এসব দাবিসহ যে ৭ দফা দাবি রয়েছে তা আমাদের অস্তিত্ব রক্ষার দাবি। দ্রুত এসব মানা না হলে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের দাবিগুলো এক দফা দাবিতে পরিণত হবে।
এবং এ থেকে তারা বৃহৎ আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন। সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক মাজিদুল ইমলাম, সহ সভাপতি নজরুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান, নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।