তালা সংবাদদাতা
তালায় ইসলামকাটি ঘোনা মসজিদের ইমামের সাথে কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিন্ন করে ইমাম পালিয়ে যাওয়ার কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলি (১৭) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই ইমামকে গ্রেফতার করেছে।
অগ্নিদগ্ধ হয়ে আত্মহননকারি কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কামরুল ইসলাম সরদারের কন্য। সে তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় আত্মহননকারি কলেজ ছাত্রী পিতা কামরুল ইসলাম সরদার বাদী হয়ে বৃহস্পতিবার (১ মে) রাতে তালা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মসজিদের ইমাম আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৪, তারিখ ০১/০৫/২০২৫।
তালা থানার ওসি শেখ মো. শাহিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, সানজিদা আক্তার তুলির (১৭) উত্তর ঘোনা গ্রামে তাদের বাড়ির পাশের একটি মসজিদের ইমাম আমিনুর রহমানের সাথে প্রেমের সর্ম্পক ছিল। একপর্যায়ে ইমাম আমিনুর সম্পর্ক ছিন্ন করে গত ১৫দিন আগে মসজিদের ইমামতি ছেড়ে বাড়িতে পালিয়ে যায়।
এ ঘটনার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মা অন্যের বাড়িতে কাজে গেলে কেউ না থাকার সুযোগে তুলি গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে তার আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে জ্বলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হাসানুর রহমান, তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
তালা থানার ওসি বলেন, কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাত্রীর পিতার দায়ের করা মামলায় মসজিদের ইমাম আমিনুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।