চৌগাছা সংবাদদাতা
যশোরের প্রেসক্লাব চৌগাছা’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি আবু জাফর (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন । শনিবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (আমার দেশ ও রানার), সহ-সভাপতি প্রভাষক বিএম হাফিজুর রহমান (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার (মানবজমিন ও স্পন্দন), এমএ রহিম (নয়াদিগন্ত ), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (যায়যায়দিন), সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক (এফএনএস), দপ্তর সম্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমান (দৈনিক অভয়নগর), প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান (সময়ের আলো), সহ-প্রকাশনা আবু হানিফ (প্রতিদিনের কথা), সাহিত্য সম্পাদক আবু জাফর বিশ্বাস (জনতার ভোর), সহ-সাহিত্য সম্পাদক মিজানুর রহমান (খোলা কাগজ), সাংস্কৃতিক সম্পাদক ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর), সহ-সাংস্কৃতিক সম্পাদক মাস্টার আজম আশরাফুল (জনবানী), ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান (আমার সংবাদ), সহ-ক্রীড়া সম্পাদক নাকিব খান ( সংগ্রাম), ধর্ম সম্পাদক আব্দুল কাদের (বাংলার ভোর), সহ-ধর্ম সম্পাদক আব্দুল কাদের (লোকসমাজ), পত্রিকা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (মানবকন্ঠ), সহ-পত্রিকা বিষয়ক সম্পাদক এসএ সিয়াম (রানার), সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত (কালবেলা ও প্রজন্ম একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কামাল (মোহনা টিভি), নির্বাহী সদস্য অধ্যাপক আবুল কাশেম (ইনকিলাব), ফখরুল ইসলাম (সোনার বাংলা), আব্দুল আলীম (আমার সময়)।