বাংলার ভোর প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের কর্মচারী রবির পিতা মীর সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৫)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর মরহুমে জানাজা ঢাকা রোড বটতলা মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে যশোর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জেলার কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version