বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম সাকিব মোল্লা (১৮)। এ সময় মোটরসাইকেলে থাকা মো. আসিব (৩৫) নামে আরেক যুবক আহত হন। বুধবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের নজরুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাকিব মোল্লা ও মো. আসিব মোটরসাইকেলে করে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। তারা লখপুর বাসস্যান্ড এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব মোল্লা ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
শিরোনাম:
- দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা জরুরি : ডা. মোসলেহ উদ্দিন ফরিদ
- যশোরে তিন দিনব্যাপি পিঠা ও পণ্য মেলা উদ্বোধন
- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত
- শার্শা সীমান্তে মদ-ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২
- ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক
- যশোরের ৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
- সাতক্ষীরায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪৩ কেজি গাঁজা আটক

