ফকিরহাট সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
পিঠা উৎসবে সন্দেশ পুলি, নারকেল পুলি, পান পিঠা, সেমাই পিঠা, কতাল পিঠা পিঠা, ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠাসহ অন্তত ২৫ প্রকারের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।
পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ওসি আবদুর রাজ্জাক মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, ফকিরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যারা নিজেরাই অনেক ভালো পণ্য তৈরি করেন। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে ব্যর্থ হন। এজন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, তেমনি নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবে।
