বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সম্পাদক শাহারুল ইসলামসহ সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্তের মধ্যে পাঁচজন চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জামানত রক্ষা করতে পেরেছেন। যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, নতুন ঘোষিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ২ হাজার ২০৩ ভোট। ফলে প্রার্থীদের জামানত বাঁচাতে প্রাপ্ত ভোটের প্রয়োজন ছিল ৩০ হাজার ৩৩১ ভোট। কিন্তু চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ১৪২৬৯, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস প্রতীকে পেয়েছন ১২৫৪৬, মোহিত কুমার নাথ শালিক প্রতীকে পেয়েছেন ৯৯০৪, শাহরুল ইসলাম জোড়াফুল প্রতীকে পেয়েছেন ৮৫০৮ এবং আরিফুল ইসলাম হেলিকপ্টা প্রতীকে পেয়েছন ৬২১৯ ভোট। তাই এ পাঁচজনের জামানতের ১ লাখ টাকা বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।
ভাইস চেয়ারম্যান পদে শাহাজাহান কবির শিপলু চশমা প্রতীকে ২৪৫৭৪ ভোট পেয়েছেন এবং মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৯৯৫২ ভোট। ফলে ভাইস চেয়ারম্যান পদে এ দুই প্রার্থীর প্রতিজনের জামানাতের ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রদত্ত ভোটের ১৫% ভোট পাওয়ায় তাদের জামানত রক্ষা পেয়েছে।
মোট প্রদত্ত ভোট ৩৩.২৭%। চেয়ারম্যান পদে তৌহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল প্রতীকে ৫৭৯১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৫৬১০ ভোট, আনোয়ার হোসেন বিপুল দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩৬৬২১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল প্রতীকে ৮৩২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল খান পর্বত তালা প্রতীকে ৪৫২৫৩ ভোট পেয়েছেন, জাহিদুর রহমান বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৩৭৬৭৫ ভোট পেয়েছেন। সংরক্ষিত (নারী) ভাইসচেয়ারম্যান পদে বাশিনুর নাহার ফুটবল প্রতীকে ১ লাখ ১৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জোৎস্না আরা মিলি কলস প্রতীকে পেয়েছেন ৫৪৯৩৭ ভোট এবং শিল্পী খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩১৯৮৪ ভোট।