নড়াইল প্রতিনিধি
নড়াইলে এমপি মাশরাফি বিন মর্তুজাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিনসহ শিক্ষক ও কর্মচারীরা। নড়াইল-২ আসনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় ভালবাসায় সিক্ত হলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাশরাফিকে নিয়ে নতুন করে ভাবা শুরু করেছেন নড়াইলবাসী।
সংসদ সদস্যের পাশাপাশি মাশরাফি কি আরো বড় জায়গায় স্থান পাবেন-এ বিষয়টি নিয়ে জেলার সর্বত্র আলোচনা শুরু হয়েছে।
ইতোপূর্বে নড়াইলে উন্নয়নের তেমন কোন ছোঁয়া না লাগলেও মাশরাফি এমপি হওয়ার পর এ জেলায় কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। মাশরাফি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ জেলায় উন্নয়নের ছোঁয়া আগের তুলনায় আরও অনেক বেশি হবে বলে মনে করছেন এলাকাবাসী।
লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান বলেন, মাশরাফির প্রচেষ্টায় নড়াইলে আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ, নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ, নড়াইল শহরের ফোরলেন সড়ক, পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন, নার্সিং কলেজ, নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রায় আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও লোহাগড়ায় ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নড়াইল পৌর আওয়ামী লীগের নেতা ও সমাজসেবক বাবু লাল ভট্টাচার্য বলেন, মাশরাফি একজন মানবিক এমপি। তার হাতের স্পর্শে নড়াইল নতুন নড়াইলে পরিণত হয়েছে। তার হাত দিয়ে নড়াইলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ জেলা আরো সুন্দর হবে, সারা দেশের মধ্যে সেরা হবে। আমরা তাকে (মাশরাফি) আরো অনেক বড় জায়গায় দেখতে চাই।’
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা
