বাংলার ভোর প্রতিবেদক
তিন দফা দাবিতে যশোরের ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার’ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বর থেকে মিছিলটি বের হয় এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নব গঠিত সংগঠনটির আহবায়ক ইমরান খানের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান, মারুফ হাসান সুকর্ণ, জান্নাতুল ফোয়ারা অন্তরা, সেয়াইব হাসান, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
দাবিগুলো হলো ১. ভারতীয় আগ্রাসনের বিরোধিতা, ২.শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যবসা বন্ধ এবং ৩. নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কামানো।