বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক স্থিতিশীলতাকে যদি রক্ষা করতে হয় তাহলে ফ্যাসিস্টের দোসরদের সর্বাত্মকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্কও রাখা যাবে না।
সোমবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, কিছু কিছু সাংবাদিকের অসততা ও দায়িত্বহীনতার কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জ দালালি আর চাটুকারিতার কারণে হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদ টিকে ছিল। বিনিময়ে সে সব সাংবাদিক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। এরা ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনো সক্রিয়। এদেরকে চিনে রাখতে হবে।

তিনি বলেন, আজও সাংবাদিক সমাজে এমন কিছু লোক আছে যারা ফ্যাসিস্ট শাসনের দোসর হয়ে কাজ করছে। এরা সুযোগ পেলেই মিথ্যা প্রচার ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে। সাংবাদিকতার নামে এদের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা যাবে না।
তিনি বলেন, গণতন্ত্রকে সংহত করার লড়াইয়ে রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ও প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, তৌহিদ জামান ও সাইফুর রহমান সাইফ, এসএম ফরহাদ। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। পরিচালনা করেন সাবেক সভাপতি নূর ইসলাম।

Share.
Exit mobile version