বাংলার ভোর প্রতিবেদক
ফ্ল্যাট দখল, নির্মাণ সামগ্রী লুট, চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভলপার প্রতিষ্ঠান এস. এইচ. বিল্ডার্সের পরিচালক এস.এম. রফিকুল ইসলাম হীরক। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি এই অভিযোগগুলো করেন।

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম হীরক জানান, যশোর শহরের কারবালা রোডে অবস্থিত ‘হাসান টাওয়ারে’র ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট জমির মালিক তাসলিমা হাসান, ফেনসি হাসান, তাদের ছেলে মেহেরাফসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নিয়েছেন।

দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণ সামগ্রি লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং সামগ্রি ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে ওই স্থানে ধারাবাহিকভাবে দুটি বোমা হামলা করা হয়।

হীরকের ভাষ্য, তাসলিমা হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছে, যার মধ্যে গোডাউনের মালামাল বিক্রি ও অবৈধভাবে দোকানঘর নির্মাণও রয়েছে। এছাড়া তারা ফোনে হত্যার হুমকি দিচ্ছে এবং একজন বড় মাপের পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে ভয় দেখাচ্ছে।

এসব বিষয়ে একাধিকবার কোতোয়ালী মডেল থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হলেও কোনো আইনি প্রতিকার পাননি বলেও তিনি অভিযোগ করেন।

এস. এম. রফিকুল ইসলাম হীরক সংবাদ সম্মেলনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version