খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটার চক্রাখালী গ্রামে সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদারের বাড়িতে খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩টি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ৮ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
সাংবাদিকের পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞান পার্টির সদস্যরা খাবারে বিষ মিশিয়ে সাংবাদিক ও তার স্ত্রীকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩ টি মোবাইল নিয়ে গেছে। সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদার বলেন, ঘটনার দিন রাত ১২ টার দিকে বাড়িতে ফিরে এসে আমি ভাত খাই। তারপর আমার মাথা ঘুরতে থাকে এবং বমি হয়। এরপর আমি আর কিছু বলতে পারি না। সকালে অনেকের ডাকাডাকিতে ঘুম ভাঙ্গে। তারপর জানতে পারি আমার পরিবার অজ্ঞান পার্টির কবলে পড়েছিল। এখবর জেনে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আল-বেরুনী ও অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল মুস্তাফিজুর রহমান, সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, ওসি তদন্ত সঞ্চয় কুমার, এস আই ইমদাদ, এস আই শরিফুল ইসলাম ও এএসআই কৌশিক। এ বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
