খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটার চক্রাখালী গ্রামে সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদারের বাড়িতে খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩টি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ৮ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
সাংবাদিকের পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞান পার্টির সদস্যরা খাবারে বিষ মিশিয়ে সাংবাদিক ও তার স্ত্রীকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩ টি মোবাইল নিয়ে গেছে। সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদার বলেন, ঘটনার দিন রাত ১২ টার দিকে বাড়িতে ফিরে এসে আমি ভাত খাই। তারপর আমার মাথা ঘুরতে থাকে এবং বমি হয়। এরপর আমি আর কিছু বলতে পারি না। সকালে অনেকের ডাকাডাকিতে ঘুম ভাঙ্গে। তারপর জানতে পারি আমার পরিবার অজ্ঞান পার্টির কবলে পড়েছিল। এখবর জেনে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আল-বেরুনী ও অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল মুস্তাফিজুর রহমান, সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, ওসি তদন্ত সঞ্চয় কুমার, এস আই ইমদাদ, এস আই শরিফুল ইসলাম ও এএসআই কৌশিক। এ বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা