বিবি প্রতিবেদক
যশোর উপশহরের মেয়াদ উত্তীর্ণ অবৈধ মসজিদ কমিটির ক্ষমতা সরকারি কর্মকর্তা কর্মচারিদের চেয়েও বেশি। যে কারণে সদর উপজেলা বন বিভাগ গাছ কাটতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি বি ব্লক মসজিদ কমিটি। তারা চলে যাওয়ার পর জীবিত কদম গাছটি কেটে ফেলা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছ কাটতে হলে বন বিভাগ থেকে অনুমতি নিতে হয়। এরপর দাম নির্ধারণ করে গাছ কাটতে হয়। কিন্তু বিব্লক মসজিদ কমিটি কোন অনুমতি ছাড়াই সরকারি নীতিমালা না মেনেই গায়ের জোরে গেতকাল শুক্রবার (২ফেব্রুয়ারি) তিনটি গাছ কাটে। সেই সাথে কদম গাছের ডালপালা ছাটা হয়। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বন বিভাগের ফরেস্টার হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করে আসেন। তিনি তাদের বলেন উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি নিয়ে গাছ কাটতে। তিনি দাবি করেন গাছ তাদের না। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। ওই কর্মকর্তা চলে আসার পর পুরো গাছ কেটে ফেলা হয়। এ বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।
জাতীয় গৃহায়নের উপবিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেন জানান, গাছ কাটার জন্য নিয়ম মানতে হবে। যেহেতু সেটা করা হয়নি। এ কারণে গাছ কাটার বিষয়টি ঢাকার উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা বাস্তবায়ন করা হবে।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প