বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণিল উৎসব ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, বিকেলে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে বের হয় শোভাযাত্রা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, এসএম হুমায়ূন কবির, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা কনক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এমএ বাসার, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, মশিয়ার রহমান সাগর, গোলাম মোস্তাফা, সামির ইসলাম পিয়াস, মারুফ হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে, আওয়ামী লীগের প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জেলা যুব মহিলা লীগের আয়োজনে আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রয়াত খালেদুর রহমান টিটোর পুত্র আইনজীবী খালিদ হাসান জিউস। জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুনন্নাহার নাজনিন সোনালীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবলু, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রেবেকা সুলতানা রেখা প্রমুখ।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা কামাল মিমি, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নাসিমা খাতুন, নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক রিনি খান, ছাত্রলীগ নেতা আরাফাত রহমান বাশিত সহ যুব মহিলা লীগের শীর্ষ নেতৃবৃন্দ এ সময়ে মঞ্চে উপবিষ্ট ছিলেন। বিপুল সংখ্যক নারী নেত্রীর উপস্থিতিতে গোটা মিলনায়তন ছিল পরিপূর্ণ। এর আগে সকালে যশোর শহরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। শহরের বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে নেতৃবৃন্দ। এছাড়া শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহান নাজনীন সোনালী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), শহর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, শহর যুবলীগ, ফাতেমা আনোয়ারসহ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতৃবৃন্দ।