বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নাগরিকদের আন্দোলনের মুখে বর্ধিত পানি বিল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যশোর পৌরসভা। রোববার পৌরসভার মাসিক সভায় এই সিন্ধান্ত নেন প্রতিষ্ঠানটির প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান। এর আগে পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের পহেলা জুলাই থেকে চলমান বিলের সঙ্গে আরো ৩০ টাকা বর্ধিত বিল নির্ধারণ করা হয়। প্রতিবাদে এক মাসের মধ্যে বর্ধিত পানি বিল বাতিল করার আল্টিমেটাম দেয় পৌর নাগরিক কমিটি। সর্বশেষ একই দাবিতে স্মারকলিপিসহ দাবি না মানা পর্যন্ত পৌরবাসীকে পানির বিল না দেয়ার আহ্বান জানান তারা।
যশোর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান বলেন, ‘পৌরবাসীর নাগরিক সুবিধা না বাড়িয়ে এখন কোন কিছুর দাম বৃদ্ধি করার যৌক্তিকতা দেখি না। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, পূর্বের দামেই পৌরবাসী তাদের পানির বিল দেবেন। এখন আমরা লক্ষ্য নিয়েছে পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি করার।’
জানা যায়, যশোর পৌরবাসী পৌর করের ১০ ভাগ পানি কর দেয়। পৌরসভা পানি সেবা দেয় না। পৌরবাসীদের পানি কিনে নিতে হয়। অভিযোগ আছে, পৌরসভার সাপ্লাইয়ের পানির কোন জোর নেই এবং অস্বাস্থ্যকর। পৌরসভা জোর করে পানি সংযোগ নিতে বাধ্য করে। সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলেও বিচ্ছিন্ন করে না। সম্প্রতি বিদ্যুৎ মূল্য বৃদ্ধির অজুহাতে ৩০ টাকা বিল একতরফাভাবে বৃদ্ধি করেছে- এটা গোদের উপর বিষফোঁড়া বলে মনে করছেন পৌরবাসী।
পৌর নাগরিক কমিটি যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, বিদ্যুৎ বিল আমাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে। বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে সকল জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের আয় বৃদ্ধি পায়নি। তাই বর্ধিত পানি বিল বাতিল করার জন্য আন্দোলন করেছি। শেষমেষ পৌরসভা সেটি বাতিল করেছে। পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনের মুখে বর্ধিত পানি বিল বাতিল করলেও পৌরসভার অতীত কাজের তদন্ত করে দুর্নীতিবাজ জনপ্রতিনিধি, কর্মচারিদের বিচার করা, সকল ওয়ার্ডের রাস্তা, ড্রেন সংস্কার করা এবং পানির সংযোগ ঐচ্ছিক করার দাবি জানান তিনি।
শিরোনাম:
- আজ যশোর আইনজীবী সমিতির নির্বাচন
- তিন বছরে বাংলার ভোর
- যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত
- পোফ যশোরের উদ্যোগে তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- যশোরে ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার
- জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র : নার্গিস বেগম
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়নের ফাইনাল নিশ্চত
- যশোরে শীতেও বাড়ছে ডেঙ্গু রোগী

