বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের অন্তর্গত টিটাবাজিতপুর গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জাকির হোসেন সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি মৃত এস. এম. অবেদ আলী ও রিজিয়া বেগমের সন্তান।

অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন।

তার শিক্ষাজীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউট থেকে এসএসসি এবং কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ইউএস বাংলা গ্রুপের প্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম উভয়ই প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

বর্তমানে তিনি একাধারে ঢাকা জজকোর্ট, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।

পেশাগত দায়িত্বের পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক, গ্রিন ইউনিভার্সিটি ল- এলামনাই এসোসিয়েশনের দপ্তর সম্পাদক, গ্রিন ইউনিভার্সিটি ল- ইয়ার্স এসোসিয়েশনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই অর্জনে কেশবপুরবাসী গর্বিত এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।#

Share.
Exit mobile version