কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ ১ লাখ ৩০ হাজার টাকায় দফারফার ঘটনা নিয়ে বাংলার ভোর পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর ওই ঘটনায় মামলা হয়েছে।
ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ১০ অক্টোবর রাতে কোটচাঁদপুর মডেল থানায় এ মামলা করেন। এদিকে, মামলা করায় ফেঁসে গেছেন গ্রাম্য সালিশে ধর্ষণের বিচার করা মাতুব্বররা। মামলা নাম্বার ৮, তারিখ : ১০-১০-২৪। ওই মামলায় আসামি করা হয়েছে এজাহার নামীয় ৬ জনকে। এ ছাড়া ১৫/২০ জনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে।
তবে আসামিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে শুক্রবার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন।
তিনি বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তা আমার দৃষ্টিগোচর হয়। এরপর ভিকটিমের বাড়িতে গিয়ে আইনের বিষয়টি বুঝালে, তারা থানায় এসে এজাহার দায়ের করেন।
তিনি বলেন, আমরা ভিকটিম মেডিকেল পরীক্ষাসহ আইনী পদক্ষেপ গ্রহণ করেছি। আসামিদের কেউ আটক হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এজাহারের পর থেকে আসামিদের ধরতে পুলিশ সচেষ্ট রয়েছে।
প্রসঙ্গত: উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে প্রতিবেশি আমিরুল।
এর ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে গটনাটি জানাজানি হয়ে যায়। একপর্যায়ে আমিরুলের পক্ষে শালিস করে বিচার করেন স্থানীয় মাতুব্বররা। তারা বিচারে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন অভিযুক্ত আমিরুলের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাংলার ভোর পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশ হয়।