খুলনা প্রতিনিধি
নিজ মোটরসাইকেলের জন্য বাকিতে পেট্রোল চেয়েছিলেন খুলনা সিআইডির সাবেক উপপরিদর্শক মধুসূদন বর্মন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ বাকিতে পেট্রল দিতে রাজি না হওয়ায় কর্মচারীদের কাছ থেকে পাম্পের নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রোল ফেলে দেন তিনি। এ সময় তিনি ওই পাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ারও হুমকি দেন। তেল ছিটিয়ে হুমকি দেয়ার পর সেখান থেকে সটকে পড়েন মধুসূদন বর্মন।
গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে খুলনার গল্লামারীতে অবস্থিত মেট্রো ফিলিং স্টেশনে তিনি এ ঘটনা ঘটান। পাম্পের সিসিটিভির ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। ওই ঘটনায় পাম্পের মালিক শেখ মাসুদ হোসেন লবণচরা থানায় অভিযোগ করেছেন।
সিসি ক্যামেরার ফুটেজ ও মামলা সূত্রে জানা গেছে, সিআইডি পুলিশের পরিচয় দিয়ে শুক্রবার রাত পৌনে ১টার দিকে একটি মোটরসাইকেলে আসা মধুসূদন বর্মনসহ দুজন পরিচয় দিয়ে পাম্প কর্মচারীদের কাছে এক হাজার টাকার পেট্রোল বাকিতে দিতে বলেন। কিন্তু কর্মচারীরা রাজি না হওয়ায় তাদের মারধর করে জোর করে মোটরসাইকেলে তেল নেন এবং আশপাশেও পেট্রল ফেলে দেন। মধুসূদন বর্মন একপর্যায়ে আগুন নিয়ে পাম্প জ্বালিয়ে দেয়ার হুমকি দেন। পাম্প কর্মচারীরা ঘটনাটি দ্রুত স্থানীয় হরিণটানা পুলিশকে জানালে মধুসূদনসহ তার লোকজন সটকে পড়েন।
গত ১০ ডিসেম্বর পেট্রোল পাম্পের মালিক অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রণি পুলিশ কমিশনার বরাবর সিসি ক্যামেরার ফুটেজসহ একটি অভিযোগ দাখিল করেন। পুলিশের তদন্ত শেষে সোমবার রাতে পেট্রোল পাম্প ম্যানেজার নূর ইসলাম বাদী হয়ে লবণচরা থানায় মামলা করেন।
সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) শম্পা ইয়াসমিন বলেন, মধুসূদন বর্মন এক সময় খুলনা সিআইডিতে কর্মরত ছিলেন। কিন্তু উচ্ছৃঙ্খল আচরণের জন্য ২০২০ সালে তাকে বরখাস্ত করা হয়। এখন তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
মামলার বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, পেট্রোল পাম্পের ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
শিরোনাম:
- তীর্যক যশোরের নাটক ‘গৈ গেরামের পালা’ মঞ্চস্থ
- বৃহত্তর যশোর কল্যাণ সমিতি, ঢাকা ও বৃহত্তর যশোর ব্যবসায়ী সমিতি, ঢাকা’র সভাপতি হাবিব, সম্পাদক সবুর
- সরবরাহ কমায় বেড়েছে সবজির দাম
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ঝাঁপায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
- আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : মফিকুল হাসান তৃপ্তি
- আশাশুনিতে বসবাসের জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে আন্দোলনের দ্বাদশ দিনে বিক্ষোভ

