বাগআঁচড়া সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতৃক ঘোষিত ৩১ দফা জণগণের মধ্যে ব্যাপক প্রচারের লক্ষ্যে শার্শা উপজেলার বাগআঁচড়ায় কর্মি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ময়ূরী সিনেমার পাশে বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ কর্মি সমাবেশ হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এ সময় প্রধান অতিথি বলেন, সামনে জাতীয় নির্বাচন, এ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে হবে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাকে নমিনেশন দেবে সবাই কাঁধে কাঁধ রেখে তার ও ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মনে রাখতে হবে ধানের শীষ কোন ব্যক্তির প্রতীক না।
এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক।
কর্মি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাফা কামাল মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম হোসেন আশা, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, যুবদল নেতা কবির হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, বিএনপির নেতা জামাল মাষ্টার, মিকাইল হোসেন মনাসহ প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম।

