বাগআঁচড়া সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবু জুবায়ের আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার জামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন, চালতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রবিউল হোসেন, ব্যবসায়ী হাবিবুর রহমান, চীন বাংলাদেশ কালচারালের সাবেক পরিচালক আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষক বজলুর রহমান, ব্যবসায়ী মনিরুজ্জামান লাল্টুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ও ছাত্র-ছাত্রীরা।

ফলাফল ঘোষণা শেষে বিদ্যালয়ের বর্ষসেরা সর্বমোট ৪০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭৫৩ জন, উত্তীর্ণ হন ৫৫১ জন, পাসের হার ৭৩: ২৫ শতাংশ।

Share.
Exit mobile version