বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে আন্দোলনকারীদের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। জেলার রামপালে আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেলের আঘাতে পুলিশ ও সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা পোনে ১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজার এলাকায় আন্দোলনকারীরা রামপাল থানা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চিত্র ভিডিও ধারণ করার সময় এশিয়ান টিভির স্থানীয় সাংবাদিক সুজন মজুমদারকে আন্দোলনকারীরা অবরুদ্ধ করে ক্যামেরা থেকে ভিডিও মুছে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই সাংবাদিককে উদ্ধার করেন।
বাগেরহাট শহরে আওয়ামী লীগ মিছিল বের করলে আন্দোলনকারীরা পিছু হটেন।
রাপমাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ জানান, বেলা পোনে ১টার দিকে প্রায় দেড় হাজার আন্দোলকারী বিক্ষোভ মিছিল নিয়ে ফয়লা বাজার এলাকায় আসে। এ সময় তারা থানার একটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
আন্দোলনকারীদের সাথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা স্বেচ্ছাসেবক লীগের একটি অফিস, দুটি মোটরসাইকেল এবং অফিসের কম্পিউটার ভাঙচুর করে বলে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল কাদের জানান।
ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে স্থানীয় দুজন সাংবাদিকসহ আটজন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রীয় কর্মসূচির আংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিভিন্ন এলাকায় গণজমায়েত হয়। পরে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বাগেরহাটে একটি মিছিল বের করলে আন্দোলনকারীরা পিছু হটেন। বর্তমানে বাগেরহাটে থম থমে অবস্থা বিরাজ করছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, কিছু দুষ্কৃতিকারী হঠাৎ করে নুতন কোট এলাকায় সমবেত হয়। তারা লাটিসোটা নিয়ে চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলায় এইমুহূর্তে উত্তেজনা বিরাজ করছে বলে তিনি জানান।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের জানান, জামায়াত-শিবির তাদের ওপর হামলা চালায় এবং তাদের অফিস ভাঙচুর করে।