বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ভাড়াটে দুর্বৃত্তরা আজিজুর রহমান (৩৩) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আজিজুর- ওই গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে ও আওয়ামী লীগের কর্মী।
আহত আজিজুর জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রসুলের ফুফাতো বোনসহ পরিবারের নামে মামলা করেন আজিজুর। সেই মামলার তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় রসূল চাপ দিয়ে আসছিল। সর্বশেষ গত রোববার সকালে মামলা তুলে নেওয়ার জন্য শাসিয়ে যাই। একই সাথে এক লাখ টাকা চাঁদা দাবি করে।
সন্ধ্যার ভিতরে দাবিকৃত টাকা না দেয়ায় মির্জাপুর গ্রামের রসুল (৪০), ধান্যপুড়ো গ্রামের শামীম (৩৩) এবং গাইদঘাট গ্রামের জাহাঙ্গীরসহ (৩২) অজ্ঞাতনামা ৬/৭ জন আজিজুরের বাড়িতে ঢুকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।
পরে আহতের আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
নামে প্রকাশে অনিচ্ছুক আহতের এক স্বজন বলেন- দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।