বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ব্যতিক্রমী আয়োজনে প্রত্যন্ত অঞ্চলের একশ’ মেধাবী অস্বচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে শনিবার দুপুরে ছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিদ্যালয় থেকে দূরবর্তী স্থানে বাড়ি হওয়ায় বাইসাইকেল পাওয়া এই শিক্ষার্থীরা যারপরনাই খুশি।
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বীর প্রতীক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ অস্বচ্ছল মেধাবী ছাত্রীকে এই সাইকেল উপহার দেয়া হয়।
বাইসাইকেল পাওয়া ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের বাড়ি ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামে। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার। সাইকেল পেয়ে আপ্লুত ফাতেমা জানায়, এতদিন দেড় কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হতো। এখন থেকে নিজের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করতে পারবে। তার স্কুলে যাওয়া আসার কষ্ট দূর হলো। এখন সে মন দিয়ে লেখাপড়া করতে পারবে।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা বিশ্বাসের বাড়ি পার্শ্ববর্তী শ্রীপুর গ্রামে। প্রতিক্রিয়া জানতে চাওয়ার সাথে সাথে সে বলে ওঠে ‘কখনো ভাবিনি নিজের একটি সাইকেল হবে। সাইকেল পেয়ে স্বপ্নের মত লাগছে। এখন থেকে দুই কিলোমিটার পায়ে হেঁটে কষ্ট করে স্কুলে আসতে হবে না। আমার একটি স্বপ্ন পূরণ হলো।’
নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাঘারপাড়া উপজেলা প্রশাসন। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই উদ্যোগের মাধ্যমে এই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হয়ে যাবে। আশা করছি সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারবে। ফলাফলও ভালো হবে। সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীদের যে হাসি দেখেছি, তার মূল্য অনেক। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই সুবিধা দেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।
সাইকেল বিতরণ উপলক্ষে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবি। জেলা প্রশাসকের হাত থেকে বাইসাইকেল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রত্যন্ত অঞ্চলের এই মেধাবী শিক্ষার্থীরা।