বাংলার ভোর প্রতিবেদক

মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল জরিমানা দেয়া হয়েছে। মাদক দ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল সদস্যরা বাঘারপাড়া উপজেলার তালবাড়িয়া মধ্যপাড়া গ্রামের বাহারুল ইসলাম (৪২), দোহাকুলা ঢালীপাড়া গ্রাম থেকে রিপন হোসেন (৩৪) ও দোহাকুলা দক্ষিণপাড়া গ্রাম থেকে রাজিব হোসেনকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধ প্রমাণ পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে এসব অপরাধে বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি অভিযুক্ত বাহারুল ইসলাম (৪২) কে ১ বছরের কারাদণ্ড, আসামি রিপন হোসেনকে (৩৪) ২০ দিনের কারাদণ্ড এবং রাজিব হোসেনকে (৩৫) ৫ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Share.
Exit mobile version