প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বাজারে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বর্তমান এমপি রনজিৎ কুমার রায়ের অনুসারিরা বাজারের বিপুল বিশ্বাসের সারের দোকান ঘরের টিনের চালে ও মন্দির চত্বরে এ হামলা চালায়।
এগারোখান অঞ্চলের দোগাছি গ্রামের ইউপি সদস্য অনুপ সরকার ও ঘোড়ানাছ গ্রামের বকুল বিশ্বাসের নেতৃত্বে এ বোমা হামলার ঘটনা ঘটে। এরা দুজনই বর্তমান এমপি রণজিত রায়ের অনুসারি হিসেবে পরিচিত। এ সময় অভিযোগকারীদের সাথে আরও ৫ থেকে ৬ জন বহিরাগত উপিস্থত ছিলেন।
কমরেড বিপুল বিশ্বাস জানান, সন্ধ্যা ৭ বা ৮টার দিকে বাজরের সারের দোকানে ছিলাম। এমন সময় অনুপ সরকার ও বকুল বিশ্বাসের নেতৃত্বে সাত আটজন লোক এসে আমার ঘরের চালে ও মন্দির চত্বরে পর পর কয়েকটা বোমা নিক্ষেপ করে। বিকট শব্দ হলে এলাকাবাসী জড়ো হয়ে অনুপের কাছে বোমা হামলার কারণ জানতে চাইলে সে বলে, এসব আমি করব। পারলে কেউ কিছু করে দেখাক। জবাব দিয়েই ফোনে আরও দশ থেকে বারো জন লোককে জড়ো করেন অনুপ। তাদের প্রত্যেকের কাছে হকিস্টিক, স্টিলের পাইপ, রামদাসহ লাঠিসোটা ছিলো। এসময় জনগন উত্তেজিত হয়ে সন্ত্রাসী গ্রুপকে ধাওয়া করে। পালাতে গিয়ে পড়ে যান ইউপি সদস্য অনুপ। রক্তাক্ত আহত অনুপকে জনতা ধোলাই দেয়। কিছুক্ষণ পর ভিটাবল্লা ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুপ ও বকুলকে সরিয়ে নেন।
ভিটাবল্লা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম বলেন, পূর্বের রেশারেশির জের ধরে কয়েকটা পটকা ফাটিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- ভাই হত্যার প্রতিশোধে গুলি করে হত্যা চেষ্টা
- হৃদয়ছোঁয়া ভালবাসায় যশোরে ৫ রত্নগর্ভাকে সম্মাননা
- যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত
- যশোরে জামায়াত ইসলামীর আনন্দ মিছিল ও সমাবেশ
- শব্দ থিয়েটারের নাটক ‘এ গ্রেট স্মাগলার’র মহরত অনুষ্ঠিত
- শার্শায় সিমেন্ট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা : আহত ২
- যশোরে নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
- আ’লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে জামায়াতের সমাবেশ ও আনন্দ মিছিল