বাংলার ভোর প্রতিবেদক
শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে মফিজুর রহমান রুন্নু রচিত ‘বাঙালির ধর্ম সংস্কৃতি ও জাতীয়তার সংকট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
।
চিন্তা প্রকাশ, প্রকৃতি ও মানুষ বিষয়ক জ্ঞানচর্চাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক আমজাদ হোসেন। এছাড়াও আলোচনা করেন সরকারি মাইকেল মধুসুদন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার এবং সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. আমানুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বাঙালির ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তার সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখকের গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের প্রশংসা করেন।
গ্রন্থ আলোচনা আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় যশোরের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।