বাগআঁচড়া সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা, মান্দারতলা, ও বহিলাপোতায় পৃথক তিনটি উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি।

উঠান বৈঠকে প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন শক্তিশালী করতে জাতীয়তাবাদী চেতনার সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি নেতা কর্মিদের সতর্ক করে বলেন, দেশের একটি দল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করে বিভ্রান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমারা তাদের ফাদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, সহ-সভাপতি মিজানুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান মুন্না প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version