বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।
বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সূত্র-বিএনপি/সাধারণ/৭৭/৩৪৭/২০২৫ পত্রে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে রুহুল কবির রিজভী দলের সর্বাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষায় অধ্যাপক নার্গিস বেগম নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশা করেন।
একই সাথে তিনি অধ্যাপক নার্গিস বেগমের সুস্থতা, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।