বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, বিএনপি কখনো অন্যায়ের আশ্রয় নেয়নি এবং চাঁদাবাজি বা দখলবাজির রাজনীতি আমাদের দলের সংস্কৃতিতে নেই। বিএনপির নামে যারা এ ধরনের কাজ করছে, তারা প্রকৃতপক্ষে অন্য দলের লোক, তারা বিএনপির ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। ঝিকরগাছা-চৌগাছা মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, আমরা তাকে আইনের হাতে তুলে দেব।’
শনিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু। অনুষ্ঠান পরিচালনা করেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফু জামান আশা।
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচিই পারে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে হবে।’
এর আগে শিমুলিয়া ইউনিয়নের অসুস্থ নেতা-কর্মীকে দেখতে তাদের বাড়িতে যান। এবং তাদের সাথে কথা বলেন। একই সাথে তাদেরকে ফলমুল এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সাহযোগিতা করা হয়।
‘বিএনপির নামে যারা অপর্কম করছে, তারা প্রকৃতপক্ষে অন্য দলের লোক’
উঠান বৈঠকে মিজানুর রহমান খান

