ছুটিপুর সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আসাদুল হক আশা হত্যাকারীদের বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি ছুটিপুর বাজার জামতলা মোড় থেকে শুরু হয়ে মোহাম্মদপুর ঘুরে আবারও জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক শতাধিক নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ঝিকরগাছা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক মোমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম কল্লোল, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিকাইল হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মফিজুর রহমান, মোহন হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ১০ মে বিকেলে ছুটিপুর বাজারে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বালিয়া গ্রামের দুই ভাই আসাদুল হক আশা ও মহিদুল হক গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য আসাদুলকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় নিহতের বোন ১৭ জনের নাম উল্লেখসহ ১০ জনকে অজ্ঞাতনামা করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই এজাহারভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করে। এখনও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।