নিজস্ব প্রতিবেদক
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৩২তম সাহিত্য সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস পাড়াস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কবি ও কলামিস্ট বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দীনেশ মন্ডল, ড. শাহনাজ পারভীন, কবি নাঈম নাজমুল, কবি আমির হোসেন মিলন।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সহসভাপতি নূরজাহান আরা নীতির উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, অধ্যাপক সুরাইয়া শরীফ, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, রাজপথিক, সঞ্জয় নন্দী, সহকারী অধ্যাপক অরুণ বর্মন, এম এ কাসেম অমিয়. অ্যাড. মাহমুদা খানম, ইরফান খান, ডা. অমল কান্তি সরকার, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ^াস, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, এমএনএস তুর্কি, সানজিদা ফেরদৌস, নজরুল ইসলাম, হাজারী লাল সরকার প্রমুখ।
সভায় কবি এমএনএস তুর্কির জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া কবি ভদ্রাবতী বিশ^াসের জমজ সন্তান সৌরভ বিশ^াস অয়ন, গৌরব বিশ^াস তোতন এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
শিরোনাম:
- যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারী পুরুষ বেনাপোলে হস্তান্তর
- যশোর সদর উপজেলা বিএনপির দুই নেতা বহিস্কার
- কয়লা ব্যবসার নামে প্রতারণা ১৭ লাখ টাকা আত্মসাৎ; গ্রেফতার ৪
- পাঁচটি নদীর উপরে নির্মাণাধীন আটটি সেতুর বিষয়ে সুরাহা হয়নি
- সাঁতার কোচ আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান
- বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে!
- বহু লোক ডাকাতি চুরি করার পাঁয়তারা শুরু করেছে : মুজিবুর রহমান